বরাবর,
মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা সমীপে-
বিষয়ঃ এমপিওভুক্ত ও নন-এমপিও শিক্ষক কর্মচারীদের ছয় মাসের জন্য রেশন প্রদানের আবেদন।
মহাত্মন, যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমরা অবগত আছি, করোনা ভাইরাসের কারণে পৃথিবীর সর্বোচ্চ চেষ্টায়ও থামানো যাচ্ছে না মৃত্যুর মিছিল। আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশেও এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
ইতিমধ্যেই আপনার দৃঢ় নেতৃত্ব ও বিচক্ষণতায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে সন্তোষজনক প্রতিরোধমূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে এবং নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সঠিক সময়ে লক ডাউন ঘোষণা করা হয়েছে।
দেশের কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিগত ১৮ মার্চ-২০২০ থেকেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন।
গরীব অসহায় খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে ছয় মাসের খাদ্য সামগ্রী বিতরণের পদক্ষেপ নেয়া হয়েছে।
দ্রুততম সময়ের মধ্যে বিদেশ থেকে চিকিৎসা সামগ্রী সংগ্রহ ও বিতরণ সত্যি প্রশংসনীয় উদ্যোগ।
মানুষদের ঘরে ফেরাতে ও জনসচেতনতা সৃষ্টির জন্য আর্মিদের মাঠে নামানো খুবই ফলপ্রসূ সুচিন্তিত সিদ্ধান্ত।
এজন্য দেশের শিক্ষক সমাজের পক্ষ থেকে আপনাকে জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রাণঢালা অভিনন্দন।
মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রী,
দেশের ক্রান্তিলগ্নে খেটে খাওয়া অসচ্ছল মানুষগুলো যেমন অসহায় হয়ে পড়েছে, তেমনি বেসরকারি শিক্ষক কর্মচারীরাও এর ব্যতিক্রম নয়। করোনা ভাইরাস সংক্রমণের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধ দীর্ঘায়িত হলে অসচ্ছল শিক্ষক-কর্মচারীরা মারাত্মকভাবে দুর্ভোগের শিকার হবেন। দেশের ৭০-৮০ শতাংশ অসচ্ছল বেসরকারি শিক্ষক কর্মচারীরা মাসের বেতনের চেক বিক্রি করে, পরিবার পরিজন পরিচালনা করেন। এছাড়াও এনজিও লোন ও ব্যাংক লোন নিয়ে জটিল রোগের চিকিৎসা, সন্তানের উচ্চশিক্ষা ও ছেলে মেয়েদের বিয়ে দিতে হয়েছে অনেককেই। এককথায় ভালো নেই বেসরকারি শিক্ষক কর্মচারীরা।
মাননীয় প্রধানমন্ত্রী,
সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশ ও ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায়ও বেসরকারি শিক্ষকদেরকে রেশনের সুবিধা দিয়ে আজো শিক্ষকদের হৃদয়ে অমর হয়ে আছেন। ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেটে প্রণোদনা ও সামাজিক নিরাপত্তায় ৭৪ হাজার ৩৬৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সামনে পবিত্র রমজান মাস জাতি বিনির্মাণের নিপুণ কারিগর শিক্ষক কর্মচারীদের সামাজিক নিরাপত্তায় ৬ মাসের জন্য রেশন সুবিধা প্রদান করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি।
বিনীত নিবেদক
মোঃ সাইদুল হাসান সেলিম
সভাপতি
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম
Discussion about this post