নিউজ ডেস্কঃ
দেশের বাজারে গ্যালাক্সি এম২১ মডেলের নতুন স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ। ফোনটিতে রয়েছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। দুটি সংস্করণে স্মার্টফোনটি উন্মোচন করেছে স্যামসাং। অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক স্যামসাংয়ের নিজস্ব ওয়ান ইউআই ২.০ চালিত স্মার্টফোনটিতে আছে ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড এফইচডি+ ডিসপ্লে, এক্সিনোজ ৯৬১১ অক্টাকোর প্রসেসর, ১৫ ওয়াটের ফাস্ট চার্জার। ডিভাইসটির পেছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরার পাশাপাশি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা চমৎকার। সামনে থাকছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটি মিডনাইট ব্লু ও র্যাভেন ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণটির দাম ১৯ হাজার টাকা এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণের দাম ২১ হাজার টাকা। এর আগে গত ২১ জুন গ্যালাক্সি এম২১
এর ৬ জিবি রম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের ফোনটি উন্মোচন করে স্যামসাং।
Discussion about this post