নিজস্ব প্রতিবেদকঃ
দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে অধ্যয়নরত মেধা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের (মাদরাসা ব্যতীত) তথ্যাদি আগামী ২০ জানুয়ারির মধ্যে ই-মেইলে প্রেরণ করতে হবে।
আজ সোমবার (১৩ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২০১৯-২০২০ অর্থবছর হতে রাজস্ব খাতভুক্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বরাদ্ধকৃত অর্থ জি-টু-পি এর আওতায় অনলাইনে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হবে।
এ লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানগণ স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত অধ্যয়নরত ২০১৯ সাল বা পূর্ববর্তী বিভিন্ন সালের বিভিন্ন মেয়াদী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্যাদি সংযুক্ত এক্সেল ফাইলটি পূরণপূর্বক https:/forms.gle/tPamGsWWruopf7q7A লিংকে প্রবেশ করে প্রতিষ্ঠানের ই-মেইল, ইআইআইএন, প্রতিষ্ঠানের নাম, মোবাইল নাম্বার ও পূরণকৃত এক্সেল শীটটি এড করে সাবমিট করতে হবে। ই-মেইল প্রেরণের শেষ তারিখঃ ২০/০১/২০২০ খ্রিঃ পর্যন্ত।
আরও পড়ুনঃ কাল শুরু হচ্ছে শিক্ষক নিয়োগের ই-রিকুইজিশন, চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত
উল্লেখ্য যে, গত ৯ জানুয়ারির মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বলা হলেও এক দফা সময় বাড়িয়ে তা আগামী ২০ জানুয়ারি করা হয়েছে। আর ২০ জানুয়ারির মধ্যেই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের। এছাড়া বাংলাদেশ ব্যাংকের তফসিলভুক্ত ব্যাংকের তালিকা বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে।


দৈনিক শিক্ষার আলো’র পাঠকদের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত এক্সেল শীটটি তৈরি করে সংযুক্ত করে দেওয়া হলো।
Discussion about this post